পরামর্শ-১

বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর-এর অনুমোদন বা ড্রাগ লাইসেন্স পেতে প্রতিটি সেলস পয়েন্ট-এ - (১) ডাক্তার চেম্বার, (২) রোগী বসার জায়গা, (৩) ফার্মেসী/শো-রুম, (৪) টয়লেট-এর ব্যবস্থা থাকা বাধ্যতামূলক।

পরামর্শ-২

একমাত্র আরগন ফার্মাসিউটিক্যাল (আয়ু)-এর উৎপাদিত ও বাজারজাতকৃত ঔষধ ছাড়া অন্য যেকোন কোম্পানীর ঔষধ আরগন চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র (ইএসপি) তে প্রদর্শন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর-এর প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ।

পরামর্শ-৩

আরগন চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র (ইএসপি)’র নির্ধারিত ঠিকানার বাইরে যেকোন স্থানে মেডিক্যাল ক্যাম্প করা অথবা ঔষধ প্রদর্শন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর-এর প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ।